Head Teacher
একজন আলোকিত মানুষই পারেন যাবতীয় অজ্ঞতা, কুসংস্কার,অন্ধ বিশ্বাস সহ সকল মন্দ কর্ম হতে নিজেকে মুক্ত রাখতে। সেই সাথে তার আলোয় আলোকিত হয় তার আশপাশ। সেই আলোতে পথ চলতে গিয়ে নিকটবর্তী লোকজনও অন্ধকার হতে ফিরে আসে আলোর পথে। এভাবে তার মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব উপকৃত হয়। আর একজন আলোকিত মানুষ হওয়ার জন্য চাই উপযুক্ত শিক্ষা। শুধু মাত্র পুথিগত জ্ঞানার্জনের মাধ্যমে একজন মানব শিশু প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে না। তার জন্য প্রয়োজন উপযুক্ত পারিবারিক পরিচর্যা, সুস্থ নৈতিকতার চর্চা, যুগোপযোগী ও মার্জিত পরিবেশের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের এহেন চাহিদা পূরণ করে তাকে একজন আলোকিত মানুষ বানাতে পারলেই সে হবে পরিবারের, সমাজের, রাষ্ট্রের তথা বিশ্বের এক অমূল্য সম্পদ। পেশায় বড় হলেই শুধু প্রকৃত অর্থে বড় মানুষ হওয়া যায় না, ভাল মানুষ হয়েই বড় মানুষ হওয়া সম্ভব। আর আমরা ভাল মানুষ কাকে বলব? হাঁ তাকেই আমরা ভাল মানুষ বলব যার অর্জিত জ্ঞান ও সম্পদে অন্যের অংশ রয়েছে, যার হাত (কর্ম) ও জিহ্বা (কথা) থেকে অন্যরা নিরাপদ। এমন ভাল মানুষ তৈরী করাই আমাদের লক্ষ্য।
বর্তমান সময়ে শিক্ষার বিস্তরণে ও গ্রহনে প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা না থাকলে এখন জ্ঞানে বিজ্ঞানে, শিক্ষায় পিছিয়ে থাকতে হয়। তাই প্রযুক্তির ব্যবহারে পারদর্শিতা অর্জন এখন সময়ের দাবি। তবে প্রযুক্তির ব্যবহারে সদা সতর্ক থাকতে হবে। মুল্যবোধ ও নৈতিকতা যেন সদা কলুষমুক্ত থাকে।
প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞান ও সু শিক্ষা অর্জনের লক্ষ্য নিয়ে প্রবেশ কর আমাদের প্রিয় বিদ্যাপীঠ আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ে, আর মানবতার কল্যাণে কাজ করার ব্রত নিয়ে বেরিয়ে পড়। তোমার কর্মে নন্দিত হবে জাতি, গর্বিত হবেন তোমার মেহেরবান মা বাবা ও শিক্ষাগুরুগণ। মনে রেখো একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। তুমি নিজে জ্ঞানে সমৃদ্ধ হলেই কেবল আরেকজনকে জ্ঞানের আলোয় আলোকিত করতে পারবে। নেপোলিয়ন বোনাপার্ট এর সেই বিখ্যাত উক্তি দিয়েই শেষ করছি – “তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিবো।” তোমার প্রত্যেকে একেকজন আলোকিত মানুষ হও সেই প্রত্যাশায় –
মমতাজ উদ্দীন
প্রধান শিক্ষক
আগ্রাবাদ বালিকা বিদ্যালয়
-
৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় থানা পর্যায়ে আমাদের আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের বিজয়ী মেয়েরা যারা মোট ২.....
Dt: 2025-02-05 Details
-
বন্ধের নোটিশ
Dt: 2025-01-26 Details
« | March 2025 | » | ||||
Sat | Sun | Mon | Tue | Wed | Thu | Fri |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 |